
Vice Chancellor
Vice Chancellor's Message
Welcome everybody to explore the website of Rajshahi Science and Technology University (RSTU), Natore, Bangladesh. It is the first government and UGC approved private university in Natore established in 2013 with the motto “Increase Me In Knowledge” providing high quality education under the three Faculties/Schools which are School of Science and Engineering, School of Business Administration and School of Liberal Arts.
It has been contributing immensely to nation-building since its establishment by offering the quality degrees such as, Computer Science and Engineering (CSE), Electrical and Electronic Engineering (EEE), Civil Engineering (CE), Business Administration (BBA and MBA), Laws (LLB and LLM), Economics, English, etc.
RSTU provides a tranquil, uninterrupted and congenial academic atmosphere. The university committed to “Quality Education at Affordable Cost” and sincerely endeavors to help the students for gathering need based knowledge, skills and abilities by our continuous and utmost efforts. RSTU emphasizes on nurturing its graduates into socially responsible and virtuous for the entire humanities.
Towards our better missions for better nations.
Professor Dr. Abdul Gaffar Miah
PhD (Japan), PostDoc (Germany, Australia and Japan) Humboldt Fellow, Endeavor Fellow and JSPS Fellow
রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. আব্দুল গাফ্ফার মিয়ার দায়িত্ব গ্রহণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল গাফ্ফার মিয়া, চেয়ারম্যান, জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরকে রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি (আরএসটিইউ), নাটোরের উপাচার্য নিয়োগ প্রদান করেছেন।
প্রফেসর ড. আব্দুল গাফ্ফার মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর চাকুরি জীবনের শুরুতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, সাভার, ঢাকায় অত্যন্ত সুনামের সহিত একজন প্রানিবিজ্ঞানী হিসেবে ০২ (দুই) বছর গবেষণার কাজ করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সহিত একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ২০০৭ সালে জাপান সরকারের মনবোকাগাকুশু স্কলারশীপ নিয়ে শিনশু ইউনিভার্সিটি, নাগানো, জাপান থেকে ডিন এওয়ার্ডসহ প্রানী প্রজনন বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ২০১১ সালে জার্মানির বিখ্যাত আলেকজান্ডার ভন হোম্বোল্ড ফেলোশিপ নিয়ে বন ইউনিভার্সিটি, জার্মানি থেকে, ২০১৫ সালে অষ্ট্রেলিয়ান সরকারের এন্ডেভোর ফেলোশিপ নিয়ে সিডনি ইউনিভার্সিটি, অষ্ট্রেলিয়া থেকে এবং ২০১৬ সালে জাপান সরকারের জেএসপিএস ইনভাইটেশান ফেলোশিপ নিয়ে শিনশু ইউনিভার্সিটি, জাপান থেকে জৈব প্রযুক্তি বিষয়ের উপর অত্যন্ত সফলতার সহিত মোট তিনটি পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন।
তিনি এ যাবৎ ২০ (বিশ) জনেরও অধিক স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ও ০৩ জন পিএইচডি ফেলোর তত্তাবধায়ক হিসেবে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি শিক্ষকতা ও গবেষণা জীবনে বিশ্বমানের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৫০ টিরও অধিক বিজ্ঞানভিত্তিক নিবন্ধ ও বই প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কাজের বাহিরেও তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী হিসেবে ২০১৬ সাল থেকে নেদারল্যান্ডসের স্বনামধন্য স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান “পুম নেদারল্যান্ডস সিনিয়র এক্সপার্ট” এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ নিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে নিরলসভাবে লাগসই প্রযুক্তি হস্তান্তর করে যাচ্ছেন।